
রাধারমণ (Radharaman)
Bemærk venligst, at den normale 14 dages fortrydelsesret ophører ved modtagelse af adgang til e-bogen.
Produkt beskrivelse
এখনও অবধি প্রকাশিত আঠারোটি উপন্যাসের মধ্যে ‘লার্জার দ্যান লাইফ’ বোধহয় ‘রাধারমণ’। এক আশ্চর্য ধ্রুপদি বাংলায় অভিজিৎ লিখেছেন এই উপন্যাস। মহাভারতের একটি পর্বের বিনির্মাণে দেখিয়েছেন দক্ষতা। যশস্বী অধ্যাপক বারিদবরণ ঘোষ মহর্ষি ব্যাসদেবের ছোঁয়া পেয়েছেন এই আধুনিককালের গদ্যকারের মধ্যে।
মহাভারতের সৌপ্তিক পর্বে ছিল এক ভয়ংকর অতিমারীর আলেখ্য। যে অতিমারীতে উত্তরাধুনিক কালের সভ্যতা তমসাচ্ছন্ন, তাই রয়েছে মহাকাব্যের ভাষায় ‘রাধারমণ’ উপন্যাসে। আর আয়ুধ যে ভালোবাসা, তা তো বলার অপেক্ষা রাখে না। রাধারমণ অর্থাৎ কৃষ্ণ সমর্পণ করছেন নিজেকে রাধার কাছে— মানব জীবনের এমনকী যাবতীয় জীবকূলের সৃজনকে প্রবহমাণ রাখার জন্য। অতিমারীর মহাসংকটে ‘রাধারমণ’ যে এক রকমের জীবনবেদ, তা বোধহয় অস্পষ্ট নয়।
মহাভারতের সৌপ্তিক পর্বে ছিল এক ভয়ংকর অতিমারীর আলেখ্য। যে অতিমারীতে উত্তরাধুনিক কালের সভ্যতা তমসাচ্ছন্ন, তাই রয়েছে মহাকাব্যের ভাষায় ‘রাধারমণ’ উপন্যাসে। আর আয়ুধ যে ভালোবাসা, তা তো বলার অপেক্ষা রাখে না। রাধারমণ অর্থাৎ কৃষ্ণ সমর্পণ করছেন নিজেকে রাধার কাছে— মানব জীবনের এমনকী যাবতীয় জীবকূলের সৃজনকে প্রবহমাণ রাখার জন্য। অতিমারীর মহাসংকটে ‘রাধারমণ’ যে এক রকমের জীবনবেদ, তা বোধহয় অস্পষ্ট নয়।
Detaljer
- ISBN13 9781954021983
- Sider 224
- Udgivet 2020
- Forlag Global Collective Publishers
- Format Elektronisk medie
- Sprog Bengali